মোঃ আরফাত হোসেন (আরেফিন), চট্টগ্রাম।
নগরীর বৃহত্তর কাপড়ের পাইকারী বাজার টেরীবাজার ব্যবসায়ীরা মহামারী করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন ঘোষণা করায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওযার কারণে গত এপ্রিল, মে মাসের ভাড়া সম্পূর্ণ মওকুফ এবং বর্তমানে সরকার ঘোষিত সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার কারণে জুন থেকে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দোকান ভাড়া ৫০% নেওয়া দাবীতে আজ ২৬ জুলাই রবিবার বিকাল ৩টায় টেরীবাজার মেইন রোড ইব্রাহিম ম্যানশন চত্বরে টেরীবাজার ভাড়াটিয়া-উপ ভাড়াটিয়া ব্যবসায়ী সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে।
টেরীবাজার ভাড়াটিয়া-উপ ভাড়াটিয়া ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মোঃ ফরিদ উদ্দীন বলেন ব্যবসায়ীদের দাবি আদায় করার জন্য আমরা আজকে বিকাল ৩টায় একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি উক্ত মানববন্ধন কর্মসূচী সফল করে ব্যবসায়ীদের দাবি আদায় করার জন্য মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
টেরীবাজার ভাড়াটিয়া-উপ ভাড়াটিয়া সমিতির আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান বলেন ব্যবসায়ীদের সুস্পষ্ট দাবি হচ্ছে মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত তাই এপ্রিল মে দুই মাসের ভাড়া সম্পূর্ণ মওকুফ এবং জুন মাস হইতে যতদিন করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হবে না ততোদিন পর্যন্ত ৫০% ভাড়া মওকুফ চাই।