তাওহিদুল ইসলাম শিশির, বুটেক্স প্রতিনিধি
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও মুসলিমদের ধর্মীয় অনুভুতিতে আঘাতে ভারতের বিজেপি নেতার সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান। নারায়ে তাকবির, আল্লাহু আকবার।’ স্লোগানে মিছিলটি বুটেক্সের জিএমএজি ওসমানী হল থেকে শুরু হয়ে তেজগাঁও শিল্প এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মিছিলে অংশ সকল হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মিছিলের এক পর্যায়ে স্থানীয় মাদ্রাসার কিছু শিক্ষার্থী তাদের সাথে মিছিলে যোগদান করে। মিছিলটি সাতরাস্তা বাস স্টান্ড এলাকার দিকে যায়। সেখানে স্থানীয় অন্যান্যদেরও প্রতিবাদী মিছিল দেখা যায়। তারা সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য নিজ ধর্মের মানুষদের যেমন ব্যবহার করছে তেমনি ইসলাম বিদ্বেষ ছড়িয়ে আসছে। বিশ্বের যেখানেই রাসুলুল্লাহ মুহাম্মাদ (সাঃ)-কে নিয়ে কোনো প্রকার কটুক্তি করা হবে পুরো মুসলীম উম্মাহ সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছে এবং ভবিষ্যতেও জানিয়ে আসবে ইনশাআল্লাহ। মুসমিম উম্মাহার এই প্রতিবাদের সাথে একত্বতা প্রকাশের জন্য আমরা বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়েছি।
এর আগে, ভারতের মহারাষ্ট্রের আহমেদ নগরের মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলো ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নিতেশ রানে এবং মহানবী (সা:)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ।