

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় উপজেলা হলরুম স্বাধীনতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশীদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন প্রমুখ।
এ সময় ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের সাক্ষর রাখছে। তাই শিক্ষিত ও সুনাগরিক গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। সেসাথে শিক্ষার্থীদের জীবন রক্ষার্থে সাঁতার শেখার প্রতি জোর দেয়ার আহ্বানন জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষক হেলাল উদ্দীন টিপু, বিশ্বজিৎ বড়ুয়া, নজির আহমদ, মোহাম্মদ ইলিয়াস, তৌহিদুল হাছান, হারুন অর রশীদ, মো. ফারুক ইসলাম, এস এম গোলাম মোস্তফা, নুরুল আকতারসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০