বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালীতে জেলি খাওয়ার সময় গলায় আটকে আরহাম (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত সোমবার (১ এপ্রিল) রাত দশটার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেঙ্গুরা খাজা নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরহাম একই এলাকার আলী আকবর রুবেলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছেলেটি জেলি খাওয়ার সময় একটি হাঁচি আসে। হাঁচি দেয়ার পর জেলি গলায় আটকে যায় এবং সাথে সাথে দাঁতে দাঁত চেপে অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে নিশ্চিত করেছেন তার বাবা আলী আকবর রুবেল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০