
নিজস্ব প্রতিবেদকঃ
আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নোয়াখালী বেগমগঞ্জ বিএনপির উপদেষ্টা সদস্য মোঃ জামাল উদ্দিন (৬২) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহী ওয়িন্না ইলাইহী রাজিউন)।
তার ১ পুত্র ও ২কন্যা রয়েছেন। তিনি দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে স্বজনদের কান্না ও আহাজারিতে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু কিছুতেই মানতে পারছেন না আত্মীয় স্বজনরা।
জামাল উদ্দিনের মৃত্যুতে বেগমগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, আলাইয়াপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।
রাত ১০টায় চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০