এস.এম.মাঈনুল হক,নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউপির রায়ডাঙ্গায় তৃতীয় জানাজা শেষে গ্রামের গোরস্তানে দাফন করা হয়।
অপরদিকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করছেন আবরারের গ্রামবাসীরা।
এছাড়া আবরার ফাহাদ হত্যার ঘটনায় দাবি না মানলে ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার এ ঘোষণা দেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে অ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়িতে পৌঁছায় আবরারের মরদেহ। সেখানে সকাল সাড়ে ৬টায় দ্বিতীয় জানাজা হয়। পরে তার মরদেহ নেয়া হয় গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউপির রায়ডাঙ্গা এলাকায়।