এম এ মোতালিব ভুইয়া ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব (৮০) আর নেই। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মরহুম আব্দুস ছোবহানের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আনোয়ার গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা আব্দুর রব দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।
শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা আব্দুর রবকে আনোয়ারপুর গ্রাম সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আক্কাস আলী, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী প্রমুখ।
এম এ মোতালিব
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০