মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের ইস্ট ভ্যালি, জোড়পুকুরে (২৫ মার্চ) বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সম্পাদক ও টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন মোহাম্মদ সোহেল, পরিচালক (মাধ্যমিক) এবং আহ্বায়ক, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রফেসর ড. এ বি এম ইসমাঈল হোসেন, অধ্যক্ষ, গাজীপুর সরকারি মহিলা কলেজ এবং উপপরিচালক, শারীরিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের বারবার নির্বাচিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদসহ গাজীপুর জেলার সরকারি কলেজগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. খান মইনুদ্দিন মোহাম্মদ সোহেল বলেন, “শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও শিক্ষকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব। শিক্ষা খাতের উন্নয়নে আমাদের সম্মিলিত প্রয়াস চালিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, “ইফতার ও দোয়া মাহফিলের মতো আয়োজন শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে এবং একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।”
সভাপতি প্রফেসর মো. রফিকুল ইসলাম বলেন, “এই আয়োজন আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সংহতি আরও দৃঢ় করবে। শিক্ষা ক্যাডারের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ একসঙ্গে ইফতার করেন।