স্টাফ রিপোর্টারঃ
বিশ্বম্ভরপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামারকান্দি নিবাসী আব্দুল মান্নান চৌধুরী এর ৩য় পুত্র এরশাদ মিয়া চৌধুরী হ্দরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ১৭ মার্চ দুপুর ২ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৪০বছর। তিনি মৃত্যুকালে মা,বাবা, ভাই, বোন, স্ত্রী,এক পুত্র ও এক কন্যা সন্তানকে উত্তরাধিকারী রাখিয়া যান।
আজ রাত ৯ ঘটিকায় নিজ বাড়ী সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্হানে তাহাকে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। জানাযায় আত্মীয়-স্বজন,শুভাকাঙ্খী ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্হিত ছিলেন। মহান আল্লাহপাক তাহাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।