মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.নিজাম উদ্দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন।
ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ৫ অক্টোবর থেকে আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসি সদস্য হিসাবে মনোনিত করার বিষয়ে অবহিত করা হয়।
একই পত্রে উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে অভিনন্দন জ্ঞাপন করে ইউজিসি পরিচালনায় মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ।
অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও এমএসসি, বুয়েট থেকে এমফিল এবং জাপান থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টোরাল ফেলো (ভিজিটিং প্রফেসর) হিসাবে দীর্ঘদিন কাজ করেন।
তিনি ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও কর্মজীবনে তিনি সুবিপ্রবির ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইউজিসি কর্তৃপক্ষকে সুবিপ্রবির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খন্ডকালীন সদস্য মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন সুবিপ্রবি পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলের। আমি আমার দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো।