মোঃ সামিউল আলম,
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর শিক্ষা বোর্ডের অন্যতম বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বিরামপুর আদর্শ হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী, শনিবার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের তত্বাবধানে সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী উৎসব মূখর পরিবেশে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
এসময় পরীক্ষা পরিদর্শন করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ড. এনামুল হক, আল-মা’রুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিরামপুর বিএম কলেজের গভর্ণিং বডির সভাপতি ও বিরামপুর বণিক সমিতির সভাপতি আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম সরকার, ডা. রেজাউল করিম শামীম ও স্থানীয় সাংবাদিকগণ। আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিরামপুর থানার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
৬ষ্ঠ শ্রেণীর ৫০ জন ছাত্র ও ৫০ জন ছাত্রী সহ মোট ১০০ আসনের বিপরীতে প্রায় ৪০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তরপত্র মূল্যায়ণ শেষে বিদ্যালয়ের ওয়েবসাইটে ও অভিভাবকের মোবাইলে এসএমএস’র মাধ্যমে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০