
মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতাঃ
দিনাজপুরের বিরামপুরে রেল স্টেশনের উত্তর আউটার সিগনালের কাছে রেল লাইনের উপর আগুন দেওয়ার ঘটনায় পার্বতীপুর জিআরপি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে নাশকতার মামলা হয়েছে।
বিরামপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনিক দেব জানান, গতকাল বৃহস্পতিবার (১৬ নভে:) দিবাগত রাত পৌনে নয়টার দিকে উত্তর আউটার সিগনালের কাছে রেল লাইনের উপর দাউ দাউ করে আগুন জ¦লে ওঠে। তাৎক্ষণিক ভাবে স্টেশনে অবস্থানরত আনসার ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, রেল লাইনের উপর মটরের দু’টি টায়ার দিয়ে আগুন লাগানো হয়েছে। তারা বালতিতে করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী আন্ত:নগর ট্রেন বিরামপুর প্রবেশের খবরে দ্রুত রেললাইন থেকে পোড়া দুটি টায়ার সরিয়ে ফেলে। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই ট্রেন এবং ট্রেনের যাত্রীরা।
খবর পেয়ে রাতেই ছুটে যান ঘটনাস্থলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন,থানার ওসি সুব্রত কুমার সরকার।
পার্বতীপুর জিআরপি থানার ওসি একেএম নুরল ইসলাম জানান,রেল লাইনে আগুন দিয়ে নাশতকা সৃষ্টি ও বড় দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টার অভিযোগে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামীদের নামে পার্বতীপুর জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০