মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ ধরা বন্ধ, ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় ঠেকাতে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার।
বুধবার সকালে বিরামপুর বড় বাজারের বিভিন্ন মাছের আড়তে ও খুচরা দোকানগুলোতে অভিযান চালান তিনি। এসময় মৎস্য কার্যালয়ের অফিস সহকারী মুশফিকুর রহমান সহ জনসচেতনতাই বাজারের বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টারিং এবং লিফলেট বিতরণ করা হয়।
মৎস্য কর্মকর্তা জানান, উক্ত সময়ে ইলিশ মাছ আহরণ, মজুদ কিংবা বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড কিংবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০