মোঃ সামিউল আলম, বিরামপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল প্রমুখ।
বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হযরত আলির পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, বিরামপুরের প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০