
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহকেে বদলি করা হয়েছে।
১২ অক্টোবর (রবিবার) সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি স্বাক্ষরিত এ বিষয়ক প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
উএনওর বদলির সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। একই সঙ্গে দাবি উঠেছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। সুদীপ্ত কুমার সিংহ শরণখোলায় যোগদানের পর হতেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। তারপরেও বিশেষ খুঁটির জোরে এতদিন তিনি পদে বহাল থাকেন।
ইউএনওর অপসারণ চেয়ে এলাকাবাসী সড়ক অবরোধসহ মানববন্ধনও করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০