ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী এক্স-স্টুডেন্টস ফোরামের গ্র‍্যান্ড ইফতার-২০২৫ সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (২৮মার্চ ২০২৫ইং তারিখ) বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের ফোরামের উদ্যোগে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই গ্র‍্যান্ড ইফতারের আয়োজন করা হয়।
উক্ত ইফতার আয়োজনে কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, “আমরা মাটির সৃষ্টি এবং মৃত্যুর পর আবারো মাটিতে চলে যাব। আজকের ইফতারটুকু মাটির থালায় পরিবেশিত হয়েছে যা আমাদের বায়তুশ শরফের রেওয়াজ।”

তিনি আরো জানান, “ বায়তুশ শরফের শিক্ষার্থীরা আজ দেশের বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে নিয়েছে। একটি সমৃদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে বায়তুশ শরফ প্রাক্তন শিক্ষার্থীরা।”
আয়োজনের শুরুতে ফোরামের সাধারণ সম্পাদক তার স্বাগত বক্তব্যে বলেন, “প্রথমবারের মতো বিদ্যালয়ের সকল প্রাক্তনদের নিয়ে ইফতার আয়োজন হয়েছে। আগামীতে আরো বৃহৎ পরিসরে বহুবিধ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা ফোরামের হাতে রয়েছে।”
ফোরামের সভাপতি সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন, “বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী এক্স স্টুডেন্টস ফোরাম এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে সামনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম হাতে নেওয়ার সূচনা করে।”

ফোরামের সহ দপ্তর সম্পাদক মুরাদ মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল আমিন, সাবেক আহবায়ক জিয়াউল হকসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিবৃন্দ।

বক্তব্য শেষে বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মওলানা রিদুয়ানুল হকের বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী এক্স স্টুডেন্টস ফোরামের গ্র‍্যান্ড ইফতার আয়োজন।

উক্ত ইফতার আয়োজনে ২০টি ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়

92 Views

আরও পড়ুন

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা 

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

কানাডার জীবন: নেতিবাচক দিক

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকসা ও পিক-আপ’র মুখোমুখী সংঘর্ষে নারীসহ নিহত-৬

ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫

বোয়ালখালীতে বিশেষ অভিযানের অস্ত্রসজ্জিত আটক ৪ জন

গাইবান্ধায় দুর্বৃত্তের চুরিকাঘাতে অটোবাইক চালক নিহত

কমলগঞ্জে ভানুগাছ বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ

রাঙ্গুনিয়ায় গনমানুষের হৃদয়ে নতুন আস্থা জামায়াতে ইসলামী

বাপ-দাদার জমিতে ইপিজেড না করার দাবিতে আবারও উত্তাল সাঁওতালরা

চট্টগ্রামে অরক্ষিত খাল-নালায় আর কত অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হুঁশ আসবে!