আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ-
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান মেয়র ইসলাম বেবী।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের পৌরসভায় নির্বাচনে তিনি নির্বাচনে লড়বেন। বুধবার (১৩ জানুয়ারি) রাতে প্রার্থী ঘোষণার পরই বাধভাঙা আনন্দে মেতে ওঠেন তার কর্মী ও সমর্থকরা।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ইসলাম বেবী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। নেত্রীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন। আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে বান্দরবান পৌর এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই।
কর্মী ও সমর্থকরা বলেন,আমাদের বর্তমান মেয়র ইসলাম বেবী কে পুনরায় নৌকার প্রার্থী করায় আমরা খুব আনন্দিত, আমরা এবং সবাই দলমল নির্বিশেষে নৌকা প্রার্থী ইসলাম বেবী কে পুনরায় নির্বাচিত করবেন নৌকা মার্কায় ভোট দিয়ে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০