মোঃ আসমত হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি।
“পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বান্দোবন পার্বত্য জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন রোজ শনিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালিটি বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ট্রাফিক মোড় ঘুরে সদর থানায় এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ সৈকত শাহিন মহোদয়।
পুলিশ সুপার বক্তব্যে বলেন- পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমন এর অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং ভূমিকা পালন করে আসছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন হোসাইন রায়হান কাজেমী (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
আরো উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন সহকারী পুলিশ সুপার (এস এ এফ), মোহাম্মদ আব্দুল জলিল অফিসার ইনচার্জ, সদর থানা বান্দরবান পার্বত্য জেলা ও পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তা সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।