শেখ সাইফুল ইসলাম কবির.স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দা থেকে ৬৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে ওই বৃদ্ধের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে থাকলেও কেউ খোজ নিতে আসেনি। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে স্বজনদের না পাওয়া গেলে সরকারি কবর স্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে খান জাহান আলী মাজারসহ আশপাশের এলাকায় ওই বৃদ্ধ ভিক্ষা করছেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, শনিবার বিকেলে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় এক বৃদ্ধের মরদেহ পড়ে আছে বলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। চিকিৎসকদের ধারণা তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যার মধ্যে তার পরিচয় না পেলে আনজুমান মফিদুলের মাধ্যমে সরকারি কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।#
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০