সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রাণকেন্দ্র বাংলাবাজারে গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যাংকিং সেবা গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে বাংলাবাজারের তালুকদার প্লাজায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শাখাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে নতুন ব্যাংকিং সেবা শুরুর আনন্দ ভাগাভাগি করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাবাজার পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল মনাফের সভাপতিত্বে জয় ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন
সিটি ব্যাংক পিএলসি, এজেন্ট ব্যাংকিং, সিলেট রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মীর আবু সাঈম,
বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার সুধাংশু রঞ্জন দত্ত,এজেন্ট মনিটরিং অফিসার বিপ্রেশ কান্তি তালুকদার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা.আলম সিকদার, তরুণ রাজনীতিবিদ কামরুজ্জামান ভূইয়া রুবেল,বাজার ব্যবসায়ী আব্দুল খালেক, বাবুল মিয়া এবং তালুকদার মার্কেটের পরিচালক এরশাদ তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বৃদ্ধিতে ব্যাংকিং সেবার ভূমিকা অপরিসীম। যেসব এলাকায় ব্যাংকিং প্রতিষ্ঠান বৃদ্ধি পায়, সেখানে বাণিজ্যিক কার্যক্রম, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তি বহুগুণে বৃদ্ধি পায়। তারা আশা প্রকাশ করেন, বাংলাবাজার এলাকার সাধারণ মানুষ এই সেবা গ্রহণ করে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি অর্জন করবে এবং দেশের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেবে।
উল্লেখ্য, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হলো এমন একটি সেবা, যেখানে গ্রাহকরা স্থানীয় পর্যায়ে টাকা জমা-উত্তোলন, হিসাব খোলা, ঋণ গ্রহণ, বিল পরিশোধসহ প্রায় সব ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। এ শাখার মাধ্যমে প্রবাসী আয় (রেমিট্যান্স) গ্রহণও আরও সহজ হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০