এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার নির্বাচনে সমিতির ৬১ পদের ৫ টিতে নির্বাচনের মাধ্যমে এবং ৩ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন সমিতির শিক্ষকেরা।
গতকাল বুধবার নাগেশ্বরী কামিল মাদ্রাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯৯৫ ভোটারের মধ্যে ৯৩৪ জন শিক্ষক ভোট প্রদান করে। নির্বাচন পরিদর্শন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাসুম, কুড়িগ্রাম-১ আসনের সাবেক সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান, নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জহুরুল হক, পুলিশ প্রশাসন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নাগেশ্বরী উপজেলার প্রাণিসম্পদ অফিসার নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ডাঃ ইফতেখারুল ইসলাম।
সভাপতি পদে ছাতা প্রতীকে ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী ডিএম একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান।
সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছিলাখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম মিয়া।
সাংগঠনিক সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকে ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুখাতি বহুমুখী বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে টেবিল প্রতীকে ৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বেরুবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজির হোসেন। কোষাধ্যক্ষ পদে দেয়াল ঘড়ি প্রতীকে ৫১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খায়রুল আলম।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি পদে সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস শফিক, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ছিলাখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মঞ্জুারুল ইসলাম (রন্জু), প্রচার সম্পাদক পদে ভিতরবন্দ জে ডি একাডেমীর সহকারী শিক্ষক মোঃ রশিদ আলীকে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০