স্টাফ রিপোর্টার:মির্জা নাদিম
লাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে "রমজান, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা কামারুজ্জামান।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, আমীর, জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
সেমিনারে আলোচকরা রমজান মাসের ফজিলত, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং ইসলামের মূলনীতি অনুসারে যাকাত আদায়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর আলী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষক, ডাক্তার, আলেমসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০