আবু বক্কর ছিদ্দিক :
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের প্রাণ কেন্দ্রে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ে বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির বরাদ্দ থেকে বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির সাবেক সম্পাদক জয়নাল আবেদীন খান ছাত্রাবাসের পুকুর ঘাট নির্মানের কাজ শুরু করেন। গত ৮ অক্টোবর বিকালে ছাত্রাবাসের ঘাট শুভ উদ্বোধন করেন।
এতে উপস্থিত ছিলেন বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার, সম্পাদক নুরুল আমিন জনি, সাবেক সম্পাদক জয়নাল আবেদীন খান, বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সসমিতির পরিচালক কুতুব উদ্দিন, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুল, সহকারী প্রধান শিক্ষক আবুল বশর, সিনিয়র শিক্ষক মাস্টার আনোয়ারুল ইসলাম, মোনাজাত পরিচালনা করেন বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানার প্রধান হাফেজ মৌঃ জাহাংগীর আলম প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন , স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাস্টার মকবুল হোছাইন, নাছির উদ্দিন, বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির ক্যাশিয়ার এস এম নুরুল আমিন প্রমূখ। উপস্থিত বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির নেতৃবৃন্দরা অত্র বিদ্যালয়ের পড়া লেখার মান উন্নয়নসহ বর্তমান শিক্ষা বান্ধব সরকারের প্রশংসা করেন। এবং আগামীতে বদরখালী সমিতির শিক্ষা উন্নয়ন হাত থেকে বদরখালী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে পড়া লেখার মান উন্নয়ন ও অবকাঠামোর জন্য বরাদ্দ প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০