ডি এইচ মনসুর, আনোয়ারা :
চট্রগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
৪ জুলাই বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময়ে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন– মোহাম্মদ ফরিদ উদ্দিন,
মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল, মেহেবুব উদ্দিন চৌধুরী ও নুরুল আবছার।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনের দিন পর্যন্ত এমন সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।
উল্লেখ্য, বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়ারম্যানপদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।
উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ইসি৷ ঘোষিত তফশীল অনুযায়ী ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।