মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। গতকাল বিদ্যালয়ের মাঠে
জাঁকজমকপূর্ণ আয়োজন এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো মোতালেব সরকার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ,আরবি শিক্ষক মাওলানা আবু সাঈদ প্রমুখ।
এ সময় প্রধান শিক্ষক মো মামুনুর রশীদ মামুন বলেন, স্কুলে আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তটি শুধু তোমাদের জন্য নয়, আমাদের সবার জন্য একটি বিশেষ দিন। তোমাদের আগমনে আমাদের শিক্ষাপ্রাঙ্গণ আলোকিত হয়েছে, প্রাণবন্ত হয়েছে। তোমাদের সঙ্গে এই নতুন যাত্রা শুরু করার জন্য আমরা গর্বিত।তোমাদের সবার মধ্যে একটি অনন্য প্রতিভা লুকিয়ে আছে। হয়তো এখন তা তোমরা বুঝতে পারছ না। কিন্তু সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রম তোমাদের সেই প্রতিভাকে বিকশিত করবে।এবং এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।