ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ফ্যাসিবাদী আমলের মতো কোনো নির্বাচন করতে দেয়া হবে না–ড. হামিদুর রহমান আযাদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

কুতুবদিয়া প্রতিনিধি:

পতিত আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো আমি, তুমি আর ডামির মতো নির্বাচন দেশের জনগণ হতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এম.পি ড.এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, বিগত ষোলো বছর আওয়ামী লীগের হাতে দেশের মানুষ পিষ্ট হয়েছে। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, ব্যালট আর ভোট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। নিশি রাতের ভোট করে জনগণের ভোটাধিকার হরণের মতো আর কোনো নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে জুলাই-আগস্টের অভ্যুত্থানের মতো মানুষ আবার রক্ত ঢেলে দিয়ে তাদের ভোটাধিকার রক্ষা করবে।

তিনি গতকাল কুতুবদিয়া উপজেলা জামায়াত আয়োজিত তৃণমূল প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলার ধূরুং এলাকার দারুস সালাম আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন আসন পরিচালনা কমিটির সদস্য সচিব জেলা জামায়াত নেতা মাওঃ জাকের হোসাইন, উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওঃ নুরুল আমিন, প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারী মাওঃ আব্দুস সাত্তার, জামায়াত নেতা প্রিন্সিপাল আবু মুছা প্রমুখ।

ড. হামিদ আযাদ বলেন, জামায়াতে ইসলামী দেশের জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়। মানুষ আজ সম্মান আর মর্যাদাবোধ নিয়ে বাঁচতে চায় কিন্তু তা পারছে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলের মতো এখনো কেউ কেউ মনে করে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি। মানুষ আজ স্বাধীনভাবে বাঁচতে শিখেছে, জুলাই-আগস্টের বিপ্লবে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ রুখে দিয়েছে। আর কোনো নব্য ফ্যাসিবাদী দল ক্ষমতায় আসুক সেটা জনগণ চায় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে মর্যাদার সাথে জীবনযাপন করবে আমরা সে ওয়াদা জাতির কাছে দিচ্ছি।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিগত যেকোনো নির্বাচনের চেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সরকার এবং নির্বাচন কমিশনকে কারো রক্তচক্ষুকে পরোয়া করা চলবে না। নির্বাচন অনুষ্ঠানের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে আবারো দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলেও আশংকার কথা জানান তিনি। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

আরও পড়ুন

ঢাকা কলেজের শিক্ষক এ.কে.এম রফিকুল আলমের বক্তব্য ভাইরাল ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়েই কাউন্টার মব করতে হবে’

ঢাবি ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবিতে ছাত্রশিবিরের হেল্পডেক্স

হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

রাঙামাটিতে ৩০০ জন নারী-পুরুষের অংশ গ্রহণে পৌর ম্যারাথন-২৫ অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল পরিচালনা প্রশিক্ষণ

৮ দলীয় সমাবেশে হুঁশিয়ারি: ‘ফ্যাসিবাদের ছায়া থাকলে রুখে দেওয়া হবে’

ইডেন কলেজে পরীক্ষা দিতে গিয়ে ব্যাগসহ ৬ জনের মোবাইল চুরি

‎শান্তিগঞ্জ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক কাজী মমতাজ ‎

কুবিতে প্রতিবর্তনের আয়োজনে নবান্ন উৎসব 

চবির চলচ্চিত্র সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : শিবির সেক্রেটারি