নিজস্ব প্রতিবেদক
প্রাকৃতিক দুর্যোগের কারনে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন উপজেলায় ভয়াবহ সৃষ্ট বন্যায় দুর্ভোগে পড়েন জনসাধারন। দীর্ঘ সময় স্থায়িত্ব হয় বন্যার পানি।
বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে হাহাকার হয়ে পড়েছে নোয়াখালী ও ফেনীবাসী। দেশের বিভিন্ন স্থান থেকে ত্রান এলেও বেশ কয়েকটি উপজেলায় ত্রানের আভাস পাননি।
২০,২২,২৩ শে আগস্ট ২০২৪ ইং, ধারাবাহিক ভাবে ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলে দুর্গতদের পাশে দাঁড়ায় ফুলগাজী ফায়ার সার্ভিস।
ফুলগাজী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর তারেকুল ইসলামের নেত্বত্বে বন্যাকবলিত মানুষদের এমনকি বন্যায় আটকে পড়া অসংখ্য পরিবার, নবজাতক শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় পাশাপাশি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করা হয়।
ফুলগাজী ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনসেবায় যে ভূমিকা রেখেছেন, তা স্থানীয় জনগণ এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশংসিত হয়েছে।
এই উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেন, যা দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠে।