স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁওয়ে সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ও টেক্সটাইল ইনস্টিটিউট এর দুই প্রতিষ্ঠানের ২ জন শিক্ষার্থী সহ ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) বেলা ২টার দিকে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় সিলেটগামী বাসের মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জগামী যাত্রীবাহী সিএনজি অটো রিকশায় থাকা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বাসিন্দা,আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তীর মেয়ে স্নেহা চক্রবর্তী (১৭) সহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত স্নেহা চক্রবর্তী আজ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করে বাসায় ফেরার পথেই দুর্ঘটনায় নিহত হয়। নিহত আফসানা জাহান খুশি (১৮) সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এর ২০২৪-২৫ সেশনের ছাত্রী। সে সুনামগঞ্জ পৌরসভার আরফিন নগর নিবাসী ও অপর নিহত হলেন সুনামগঞ্জ আলীপাড়া নিবাসী শফিকুল ইসলাম (৫৫)।
এ ঘটনায় গুরুতর আরো দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসের ড্রাইভার পলায়ন করেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০