স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) প্রস্তাবিত জায়গায় দ্রুত ক্যাম্পাস স্থাপনের লক্ষে শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সর্বসাধারণের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার ও শিক্ষার্থী হাম্মাদ আযাদ রাহিম।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর আলী, উপজেলা বিএনপি নেতা ইরান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, মহির উদ্দিন মহির, লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমদ, সেচ্ছাসেবকদল নেতা শুয়েব আহমদ, যুবদল নেতা সৈয়দ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য লিটন মিয়া প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা উপযুক্ত জায়গা৷ এটি জেলার ১২ টি উপজেলার জন্য অত্যন্ত সুবিধা জনক স্থান। আমরা চাই নির্ধারিত জায়গায় দ্রুত সুবিপ্রবির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হোক। এটা আমাদের প্রাণের দাবী। যারা এ স্থান নিয়ে দ্বিমত পোষণ করছেন আমরা আশাকরি তারাও আমাদের সাথে একমত হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন