শামসুল হুদা লিটন:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবীর রত্নগর্ভা মহীয়সী মা আছমা আক্তার গত ২৩ এপ্রিল মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যান না ফেরার দেশে। পরহেজগার এই নারী ছিলেন নীরব এক সমাজকর্মী।
জীবিতকালে সবসময়ই গরীব ও অসহায় মানুষকে নিজের সঞ্চয়ের টাকা দিয়ে সাধ্যমত দান সদকা করতেন।
সালাউদ্দিন আইউবীর মা মৃত্যুবরণ করার সময় সঞ্চয়ের কিছু নগদ টাকা রেখে যান।
মায়ের হাতে থাকা সঞ্চয়ের সেই নগদ টাকার একটি অংশ দিয়ে সালাউদ্দিন আইউবী গতকাল সোমবার কাপাসিয়া উপজেলার জন্মভিটা বেলাশী গ্রামের প্রতিবেশি এক দরিদ্র পরিবারের পানির সু ব্যবস্থায় এগিয়ে আসেন। হতদরিদ্র ওই পরিবারের জন্য সাবমারসিবল টিউবওয়েল প্রদান করেন।
সাবমারসিবল বিতরণকালে অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
সদগায়ে জারিয়ার মতো মহতি এ কাজটি এলাকায় দারুণভাবে প্রশংসিত হয়েছে।
সালাউদ্দিন আইউবী জানান,ভবিষ্যতে মায়ের নামে একটি কল্যাণমূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হবে।সেই ফাউন্ডেশন থেকে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।