জেমস আব্দুর রহিম রানা:
তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে নির্বাচনী এলাকায় সাত নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন। এদের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুইটিতে জয়ী হয়েছেন বিএনপির নেতারা।
রোববার মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়। যার মধ্যে একটি ইউনিয়নে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এক নৌকার প্রার্থী বিজয়ী হন। বাকি ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকিগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির কাছে হেরে গেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা।
জানা যায়, কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। আর রোববারের ভোটে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন রোহিতা ইউনিয়নের হাফিজ উদ্দীন, কাশিমনগর ইউনিয়নের তৌহিদুর রহমান, খেদাপাড়া ইউনিয়নের আব্দুল আলীম জিন্নাহ, ঝাঁপা ইউনিয়নের শামছুল হক মন্টু, মশ্মিমনগর ইউনিয়নের আবুল হোসেন, কুলটিয়া ইউনিয়নের শেখর চন্দ্র রায়, নেহালপুর ইউনিয়নের ফরুক হুসাইন ও দূর্বাডাঙ্গা ইউনিয়নে মাযহারুল আনোয়ার।
আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ভোজগাতি ইউনিয়নের আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়নের আয়ুব আলী গাজী, হরিদাসকাটি ইউনিয়নের আলমগীর হোসেন লিটন, চালুয়াহাটি ইউনিয়নের আব্দুল হামিদ সরদার ও খানপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম।
আর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা বিএনপি নেতাদের মধ্যে পাশ করেছেন মণিরামপুর সদর ইউনিয়নের নিস্তার ফারুক ও মনোহরপুর ইউনিয়নের আক্তার ফারুক মিন্টু।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০