মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে উন্মুক্ত জলাশয় ও চারারোপন ভূমি দখলের অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক এবং ব্যক্তিগত ইমেজ ক্ষুন্ন করার ষড়যন্ত্র আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার (০২/০৭/২০২৫) বিকাল ৩ ঘটিকায় মধ্যনগর বাজারে তাহার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোঃ মোশাহিদ তালুকদার লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মোশাহিদ তালুকদার বলেন, গতকাল একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের কাছে একটি বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগপত্র জমা দিয়েছেন, যাতে বলা হয়েছে আমি চারা রোপন ভূমি ও করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয় জবরদখল করেছি। পরে এসব অভিযোগ অনলাইন পোর্টাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে আমাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ নষ্ট করার চেষ্টা চালানো হয়।
তিনি আরও বলেন, যে জমিকে তারা গোচারণভূমি বলে দাবি করছেন, সেটি প্রকৃত পক্ষে একটি ‘চারা রকম’ ভূমি। উক্ত জমি আমার ছোট ভাই মোবাশ্বির আলম বৈধভাবে খরিদ করে মালিকানা অর্জন করেছেন। জমির স্বত্ব সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আমাদের কাছে রয়েছে এবং প্রয়োজনে যেকোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সামনে তা উপস্থাপন করতে আমরা প্রস্তুত।
একইভাবে উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগটি অস্বীকার করে তিনি বলেন, জলাশয় দখলের অভিযোগটিও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই কাউকে ওই জলাশয়ে প্রবেশ করতে বাধা দেইনি বা নিষেধও করিনি।এমনকি এলাকাবাসীর কেউ এ ধরনের কোনো অভিযোগ কখনও করেনি। আমার রাজনৈতিক প্রতি পক্ষের কিছু লোকের কু-উদ্দেশ্যে আমাকে রাজনীতি ও সমাজে আমার ক্লিন ইমেজকে ক্ষুন্ন করা।
তিনি আরো সরাসরি অভিযোগ করে বলেন, এই ষড়যন্ত্রের পেছনে আওয়ামী লীগেরও একটি চক্র কাজ করছে। এই চক্রান্তের মাধ্যমে তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিত্রার্থ করতে চায়।
এ ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন।