এস এম মাসুদ জাকারিয়া,পিরোজপুরঃ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক,বীর মুক্তিযোদ্ধা,মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি,মঠবাড়িয়া কে,এম,লতীফ ইন্সটিটিউটের সাবেক ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য,মঠবাড়িয়া এপেক্স ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন আকন সাহেবের দ্বিতীয় জানাজা নামাজ সম্পন্ন।
মঠবাড়িয়া শহীদ মোস্তাফা খেলার মাঠে(হাইস্কুল মাঠ)মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম হযরত মাওঃ সিদ্দিকুর রহমান সাহেবের ইমামতিতে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গতকাল ঢাকায়। এসময়ে মঠবাড়িয়া শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক শরিফ আব্দুল জলিল সাহেবের পরিচালনায় জানাজাপূর্ব সভায় বক্তব্য রাখেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দীন আহম্মেদ ফেরদাউস,মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দীন আহম্মেদ,মঠবাড়িয়া উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,মঠবাড়িয়া দক্ষিন বন্দর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওঃ শাহজালাল সাহেব,মঠবাড়িয়া কে,এম,লতীফ ইনিস্টিটিশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,মঠবাড়িয়া উপজেলা আওমীলীগের সি.সহ-সভাপতি জনাব এমাদুল হক খান,মঠবাড়িয়া উপজেলা বি,এন,পির সাধারন সম্পাদক জনাব রুহুল আমীন দুলাল,মঠবাড়িয়া আওমীলীগের সহ-সভাপতি আরিফুল হক,মঠবাড়িয়া পৌর বি,এন,পির সাবেক সভাপতি জনাব কে,এম হুমায়ুন কবির, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শাকিল আহম্মেদ নওরোজ,মঠবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার মিলন,বিশিষ্ট সমাজ সেবক শাহীন মাহমুদ ও আবুল কালাম আজাদ।
উপস্থিত সকলে মিষ্টভাষী এই বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম বেলায়েত হোসেন আকন সাহেবের স্মৃতিচারণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং কান্নায় ভেংগে পড়েন। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রব,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সভাপতি, শ্রমিকনেতা অধ্যক্ষ জহিরুল হক,সেক্রেটারি তারিক মুনাওয়ার, পিরোজপুর ছাত্রফোরামের সাবেক সভাপতি ইলিয়াস মৃধা,আলোর দিশা শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান রাকিবুল হাসান,ভাইস চেয়ারম্যান সোহেল ইসলাম, জননেতা শেখ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যাংকার মাওলানা মুজিবুর রহমান, পিরোজপুর উলামা-মাশায়েখ পরিষদ সভাপতি মাওলানা মুফতি আবদুল হালিম সহ প্রমুখ। মরহুমের জানাযায় উপস্থিত হন দল-মত নির্বিশেষে মঠবাড়িয়ার অনেক বিশিষ্টজনেরা।এর পরে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ বাড়ি দাউদখালী ইউনিয়নের পাঠাকাটা গ্রামে।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি গতকাল বিকাল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাস্পাতালে ইন্তেকাল করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০