মাসুদ জাকারিয়া, পিরোজপুর প্রতিনিধি ঃ
পিরোজপুরে না না আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ দিবসে পিরোজপুরে প্রায় ৩ কিলো মিটার দীর্ঘ বিজয় র্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। এছাড়া বিএনপি ও অংগ সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচী পালন করছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯ টায় বাইপাস সড়কস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে এক বিজয় র্যালী শুরু হয়। র্যালিতে ছাত্র শিবির, শ্রমিক কল্যান ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র্যালিটি সেখান থেকে সিও অফিস মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন কাপড়িয়া পট্টিতে তাদের নিজস্ব জেলা কার্য্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামায়াতের নব নির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে আয়োজিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক শেখসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ^র ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বাংলাদেশ সেনাবাহিনী, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো: শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ সহ জেলা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।