পারভেজ সরকার- সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে গরু চুরিতে বাঁধা দেয়ায় পিকআপচাপায় গৃহবধু সেলিনা খাতুনকে (৪৫) হত্যার ঘটনায় আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতভর সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর মহল্লার মৃত আবুল শেখ ওরফে চাঁন মিয়ার ছেলে মোঃ লতিফ হোসেন (৪৫), রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল শেখ (৩৫), বগুড়া জেলার শাহজাহানপুর থানার চন্ডীবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস ছালাম ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার বারইপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৪)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সদর উপজেলা পঞ্চ সারটিয়া গ্রামে গরু চুরি করতে বাঁধা দেয়ায় গৃহকত্রী সেলিনাকে পিকআপ চাপা দিয়ে পালিয়ে যায় চোরের দল। এতে ঘটনাস্থলেই ওই গৃহকত্রীর মৃত্যু হয়। আহত হন তার ছেলে জুবায়ের।
এ ঘটনায় সেলিনার স্বামী আমির চাঁন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পলাতক আসামীদের গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য প্রযুক্তি ও র্যাব গোয়েন্দা শাখার সার্বিক সহযোগীতায় বুধবার রাতভর সিরাজগঞ্জ এবং টাংগাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা দলের ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। সংবাদ আরও উল্লেখ করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০