মো:আকতারুজ্জামান,পলাশ,নরসিংদী:
নরসিংদী জেলার পলাশ উপজেলার ৪৭টি দূর্গামন্দির পরিদর্শন করেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা ইয়াছমিন, তিনি সব কয়টি মন্দিরে গিয়ে সকলের সাথে কথা বলেন, কোন সমস্যা আছে কিনা জানতে চান।
তিনি মন্দিরগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্গলা বাহিনীর লোক মোতায়েন করেন। এসময় তার সাখে ছিলেন চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,পূজাউদযাপন কমিটির সাধারন সস্পাদক অসিত দাস ।
অপর দিকে পলাশের ৪৭টি দূর্গামন্দির পরিদর্শন করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাছিরউদ্দিন, ওসি তদন্ত গোলাম মোস্তফা, তারা মন্দিরের সভাপতি, সাধারন সম্পাদক সহ মন্দিরের সকল সদস্যদের সাথে আইনশৃঙ্ঘলার বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় নির্ভিগ্নে পূজা উদযাপনের জন্য সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পলাশের সবকয়টি মন্দিরেই শান্তিপূর্নভাবে পূজাউদযাপন হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০