কক্সবাজার প্রতিনিধি :
বৃদ্ধার অবস্থাটা দেখে যেন হৃদয়টা মোছড় দিয়ে মনে হলো ভেঙ্গে গেলো! কি পাষাণ হৃদয় আর অমানুষ হলে এই পবিত্র দিনে এই জগন্য কাজটি করতে পারে??
আজ শবে বরাতের পবিত্র দিন লগ্নে কক্সবাজার সরকারি কলেজের সামনে সিএনজিতে এনে বয়োবৃদ্ধা, রোগাক্রান্ত একজন মহিলাকে ফেলে চলে যায় কে বা কারা!
একটু দূরত্বে থাকা কিছু ভাই কান্নার শব্দ পেয়ে এসে দেখে বৃদ্ধা রোগ যাতনায় ছটফট করছে।
আর বারবার বলছে আমাকে নিয়ে যা।
বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চতুর্থ তলায় চিকিৎসাধীন আছে। কোনো নাম, ঠিকানা বলতে পারছে না বৃদ্ধা। স্বহৃদয়বানরা বৃদ্ধা মহিলার পরিচয় সনাক্ত করতে পারলে হাসপাতালে যোগাযোগ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০