ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পটুয়াখালীর আমখোলা ইউপি নির্বাচনে আবারও নৌকার মাঝি কামরুজ্জামান মনির ।

প্রতিবেদক
নিউজ এডিটর
১৪ মার্চ ২০২১, ১:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

কাওসার আহমেদ: স্টাফ রিপোর্টার

সারাদেশে পর্যায়ক্রমে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন আমখোলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ কামরুজ্জামান মনির ( মনির হাওলাদার)। ১৩ই মার্চ শনিবার তাকে দলীয়ভাবে চুরান্ত মনোনয়ন দেওয়া হয়। আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সেলেকশনের উপর ভিত্তি করে এ মনোনয়ন দেওয়া হয়। সেলেকশনে মোট ৯ জন প্রার্থী ছিলেন, সেখানে মোট ৬৩ ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট ১৬ ভোট পেয়ে বিজয়ী হয় কামরুজ্জামান মনির। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নান্নু মৃধা ১৫ ভোট পায়।

আওয়ামী মনোনীত প্রার্থী কামরুজ্জামান মনির আমখোলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত আছেন। তিনি ২০১৬ সাল থেকে আমখোলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেন আসছেন। আমখোলা কলেজের শিক্ষক অধ্যাপক নাসিরউদ্দিন আকন নিউজ ভিশনের সাক্ষাৎকারে বলেন,” চেয়ারম্যান কামরুজ্জামান মনির বিগত বছরগুলোতে যেভাবে আমখোলা ইউনিয়নের কাজ করেছেন তা খুবই সন্তোষজনক। তার মতো একজন সুযোগ্য চেয়ারম্যান আবারো আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন এটা খুবই আনন্দের বিষয়। আশা করি তিনি আবারো আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন।” এছাড়াও স্থানীয় জনগণও কামরুজ্জামান মনির এর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে দলীয় মনোনয়ন পেয়ে কামরুজ্জামান মনির আনন্দিত হয়ে বলেন, “আবারো আমখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। বিগত দিনগুলোর কাজের সীমাবদ্ধতা ও ভুলত্রুটি খুঁজে বের করে আরো নতুনভাবে নতুন গতিতে এগিয়ে নিবো আমখোলা ইউনিয়নকে”। আমখোলা ইউনিয়নের সকল স্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চান তিনি। আবারও আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমখোলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিয়োজিত থাকতে চান তিনি। আমখোলা ইউনিয়নের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, গড়ে উঠুক এক উন্নত ও আদর্শ আমখোলা ইউনিয়ন, এমনটাই প্রত্যাশা জনগণের।

211 Views

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

কাপাসিয়ায় বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় সহায়তা করলেন জামায়াত নেতা আইউবী

মহেশখালী নৌঘাটে সী ট্রাক চালু ও পল্টুন স্হাপনকে স্বাগতম- ড. হামিদুর রহমান আযাদ

গরমে যেসব অসুখ বেশি হতে পারে

জামালপুরে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার নির্বাহী কমিটির সভা

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দুর্গাপুরে আ.লীগ নেতা ফারুকসহ তিন কলেজ অধ্যক্ষের দুর্নীতি প্রমাণিত, দ্রুত বিচার দাবি

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে গনধর্ষণ : আটক ২ যুবক

সিডিএ’র আইন উপদেষ্টা হলেন মানবাধিকার আইনবিদ জিয়া হাবীব আহসান

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার,কর্মসূচী স্থগিত

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র আরএমটিপি এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের সেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর কর্মশালা