ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে অপহরণের২৪ঘন্টা পর অপহৃত নুর ফয়সাল(২০)নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড ব্যাটালিয়ন(এপিবিএন)পুলিশ।শুক্রবার(০৮জুলাই)সন্ধ্যা পৌনে৭টার দিকে হ্নীলা ইউপি ঐ ক্যাম্পের সি-ব্লকস্থ পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অপহৃত নয়াপাড়া ক্যাম্পের ব্লক-সি,শেড-৮৪৯/২বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে।
১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,বৃহস্পতিবার(০৭জুলাই)সন্ধ্যা ৭টার দিকে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-সি,শেড-৮৪৯/২বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে নুর ফয়সাল(২০)কে অজ্ঞাতনামা দূস্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়।বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের একপর্যায়ে শুক্রবার(০৮জুলাই)সন্ধ্যা পৌনে৭টার দিকে ক্যাম্পের সি ব্লকস্থ পাহাড়ের পাদদেশে থেকে অপহৃত ভিকটিমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।তিনি আরো বলেন,ভিকটিমকে চিকিৎসার জন্য ক্যাম্প অভ্যন্তরে আইপিডি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০