স্টাফ রিপোর্টারঃ
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড (জনবীমা) এর বীমা গ্রাহক মরহুমা সাফিয়া বেগম এর মরনোত্তর বীমা দাবির চেক হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় সুনামগঞ্জ বিকেন্দ্রী করণ জেলা কার্যালয় এর আয়োজনে জেলার ছাতক উপজেলার বিনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবীণ মুরুব্বী মোঃ গেদা মিয়া এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জোন এর সহকারী রিজিওনাল ইনচার্জ মনোরঞ্জন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সিলেট এরিয়া-০৯ এর সহকারী ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম পাটুয়ারী।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সিলেট জোন এর অবলিখন কর্মকর্তা অরুন কান্তি বড়ুয়া, সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী মোঃ আবু সঈদ, সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর শাহবাজ মিয়া।
আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ব্রাঞ্চ কো-অর্ডিনেটর আছকির আলী, কোম্পানীর বিএম সত্য রাণী পাল,বিনন্দপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুকুর আলী।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সভা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা মুহিবুর রহমান।
এসময় আরো উপস্হিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের নোয়াখালী বাজার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর শাহীন আলম, কোম্পানীর
বিএম আছিয়া বেগম,রাবিয়া বেগম,ইউএম নমিতা রাণী পাল,গ্রাহক নুর মিয়া, কদবানু বেগম,মুরুব্বী আনছার আলী,ছৈইদ আলী,হাবিবুর রহমান,আবুল কালাম,গোলাম আলী,আবু নছর সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথীবৃন্দ মরহুমা সাফিয়া বেগমের নমিনী মাহমুদা বেগম এর নিকট ৫৭,৯৭৬/= (সাতান্ন হাজার নয়শত ছিয়াত্তর ) টাকার চেক হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, মরহুমা সাফিয়া বেগম ৬০,০০০/= টাকার টার্গেট নিয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স (জনবীমা) এর গ্রাহক মনোনীত হয়ে ৩ টি কিস্তি প্রদান করে মৃত্যুবরণ করলে কোম্পানীর নিয়ম অনুযায়ী তাহার মরণোত্তর বীমা দাবীর চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০