মহেশখালী প্রতিনিধি :
শাপলাপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বিজয়ের পোস্টার লাগানো হচ্ছে স্বাধীনভাবে।
আজ বিকাল ৬:০০টার দিকে জে,এম,ঘাট এলাকায় পোস্টার লাগান এবং ছাত্রলীগের কয়েক জনকে ওপেন দেখা গেছে বলে স্থানীয় লোকজন জানান,১.সাগর পিতা রশিদ ২.জাহাঙ্গীর পিতা আমির হোসেন ৩.রাশেদ পিতা বজল আহমদ
সবার এলাকা ২নং ওয়ার্ড, জে,এম,ঘাট শাপলাপুর মহেশখালী, ককসবাজার।
তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হওয়া সত্বেও এরা এলাকায় টিকই প্রভাব খাটিয়ে যাচ্ছে।
জানা গেছে এরা সবাই আ’লীগ পরিবারের সন্তান। এলাকার লোকজন বলছেন মহেশখালী উপজেলা প্রশাসনের উল্লেখযোগ্য তৎপরতা না থাকায় তারা এমন কাজ করতে সাহস পাচ্ছে।
মহেশখালীতে এখনো আ’লীগে প্রভাব বরাবরই রয়েছে।
তারা প্রশাসনের সাথে আঁতাত করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন বলেও জানা গেছে।
এমন পরিস্থিতিতে তাদের গ্রেফতার না করা হলে তারা সরকার বিরোধী অপপ্রচার ও গুপ্ত হামলা চালাবে বলে মনে করছেন স্থানীয়রা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম এর বাড়ী কায়দাবাদ ০৯ নং ওয়ার্ড, শাপলাপুর এলাকায়।
বর্তমানে তিনি সৌদি আরব রয়েছেন বলে জানা গেছে।