নুরুল ইসলাম, কক্সবাজার :
কক্সবাজারে নিউজ ভিশনের প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর পরই বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ঢাকা।
গত ২৭ জুলাই ২০২৫, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে কক্সবাজারে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বরিশাল ও রাজশাহীতে বদলি করা হয়।
ফলে কক্সবাজার থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয় দিয়ারা অপারেশন ক্যাম্প।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নতুন একটি টিম খুব দ্রুত সময়ের মধ্যেই কক্সবাজারে অপারেশন কার্যক্রম চালু করবে।
নিউজ ভিশনের অনুসন্ধানে উঠে আসা নানা অনিয়ম ও অভিযোগের পরপরই এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।