সিয়াম আহমেদ, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জোর ফতুল্লায় একটি মাদরাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব) -১১
গতকাল রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের চটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লেপটপ ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়। আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মেহেদী হাসান ওরফে মুরাদ (২৪) এবং পিরোজপুরের কাউখালী এলাকার বাসিন্দা মো আমানুল্লাহ (৩৩)
আজ রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দীন জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০১৪ সালে কথিক এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় জেএমবিতে যোগ দেয় মুরাদ। এরপর সে বিভিন্নরকম উগ্রবাদী বই ও ভিডিও দিয়ে বিভিন্ন জনকে 'দাওয়াত' দিতে থাকে। একপর্যায়ে মাদরাসা শিক্ষক আমানউল্লাহ তার কাছে
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০