জাবেদ ভূঁইয়া, মিরসরাই (চট্টগ্রাম):
মিরসরাইয়ে পানিতে ডুবে মোঃ আশিকুর রহমান শ্রাবণ নামে দেড় বছর বয়সের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আলী আহম্মদের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিহত শ্রাবণ করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের রবিউল হোসেনের পুত্র। গত সোমবার তার মা জেসমিন আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন ছেলেকে নিয়ে। কে জানতো ছেলে লাশ হয়ে বাড়ী ফিরবে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হঠাৎ দেড় বছরের জেসমিনের শিশুপুত্র শ্রাবণকে কোথাও পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুজির পর ঘরের পাশে অবস্থিত পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। তখন দ্রুত তাকে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০