মো: জাহিদ আলী
নাটোর প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্য্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রীর উদ্দোগ বাস্তবায়নের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সেন্ট জোসেফ্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমনিক গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াছেক সোনার, বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।