নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবারের ন্যায় এবারের পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনে'র উদ্যোগে উপজেলার সকল মসজিদ ইমাম ও খতিবদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
শনিবার (২৩ই মার্চ) আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এর সভাপতি মুজিবুল ইসলাম পান্না'র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রায় নাগরপুর উপজেলার ৭২৫ জন ইমাম ও খতিবদের নগদ অর্থ সহ ঈদ উপহার প্রদান করেন উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ইসলামী ফাউন্ডেশন সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আলী নাগরপুর উপজেলা ইমাম সমিতি সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ইমাম সমিতির সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০