নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু'র অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলার সকল ছাত্র-ছাত্রীদের হাতে এই বই তুলে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন এর নেতৃত্বে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কলেজ পর্যায়ে বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে আজ (২৪ আগস্ট) নাগরপুর সরকারি কলেজ ও নাগরপুর মহিলা কলেজ ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর রচিত এই অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সদর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র এবং জেলা অসমাপ্ত আত্মজীবনী প্রচারণা পরিষদ উদ্যোক্তা জামিলুর রহমান মিরন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাঁর নেতৃত্বেই বাংলার সাড়ে ৭ কোটি জনতা এক মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে।
উল্লেখ্য, প্রথমে নাগরপুর সরকারি কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে এই বই বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান সহ সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ। পরে নাগরপুর মহিলা কলেজে অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের উপস্থিতিতে ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ প্রচারণা পরিষদ কলেজ পর্যায়ে বাস্তবায়ন কমিটির সভাপতি আনন্দমোহন দে, প্রধান সমন্বয়ক আব্দুর রউফ রিপন, সহ-সভাপতি মোহাম্মদ শাহিন ও যুগ্ম সম্পাদক নীলা, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: খালিদ হোসেন খালিদ এবং বঙ্গবন্ধুর জীবনী'র লেখক ইন্জি: সাজ্জাদ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০