মো: শাহীন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি লেবুবাগান দিয়ে নতুন করে আবারও মিয়ানমার জান্তা বাহিনীর ১০জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল ) সকালে এসব মিয়ানমারের ১০ সেনা সদস্য বাংলাদেশ- মিয়ানমার সীমারেখা অতিক্রম করে প্রাণের ভয়ে নাইক্ষ্যংছড়ি জামছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে নাইক্ষ্যংছড়ি বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আশ্রয় নেওয়া ১০ সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার (ইমন) এর নিকট জানতে চাইলে, তিনি ১০জন আসার বিষয়ে সত্যতা নিশ্চিত করছেন।
প্রসঙ্গত বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরে তাদের দেশের বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে চলে আসছে তুমুল যুদ্ধ। চলমান সংঘর্ষের কারণে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সঙ্গে যুদ্ধ ময়দানে টিকতে না পেরে সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সদস্যরা প্রাণের ভয়ে বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরে এসে আশ্রয় নিয়েছে।
এই পর্যন্ত মিয়ানমারের জান্তাবাহিনীর ২০৩ জন সেনা ও বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয়ে আছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০