মোঃ শাহীন,
নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রধান ঝিড়ি এলাকায় ধানখেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ব্যাক্তি মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় রোববার( ২৬ নভেম্বর) ভোর ৫ টার সময় নুরুল আলম (৩৬) নিজের ধানের জমিতে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দিলে, পাশ্ববর্তী পাহাড় থেকে নেমে আসা শুকুর মারার ফাঁদে পড়ে গিয়ে নিজেই বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয়।
পরবর্তীতে তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রামু চাবাগান এলাকায় তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বলেন, নিহত ব্যক্তির স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন,পরে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০