মো: শাহীন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অনুমোদনবিহীন বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তাদের কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন গড়ে ওঠা কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারী আইন অমান্য করে অনুমোদন বিহীন ইটভাটা গড়ে তোলা এবং বনের কাঁঠ পোড়ানোসহ বিভিন্ন অপরাধে রেজু আমতলীর ৮নং ওয়ার্ডের বিবিএম ব্রিকস এর ইটভাটায় ম্যানেজার ফারহান উদ্দিনকে ২ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামশুদ্দীন মো; রেজা।এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশানের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি শামশুদ্দীন জানান, সরকারী আইন অমান্য করে অনুমোদনবিহীন ইটভাটা গড়ে তোলা এবং বনের কাঁঠ জ্বালানী হিসেবে ইটভাটায় পোড়ানোসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।পরিবেশ সুরক্ষার স্বার্থে নাইক্ষ্যংছড়ি উপজেলায় এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০